এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পায়ের তলায় সর্ষে ৮

    I
    অন্যান্য | ১৬ জানুয়ারি ২০১২ | ২৭৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | 14.99.41.10 | ১৬ জানুয়ারি ২০১২ ২৩:১৭514683
  • আপনারা কর্ছেন টা কি? বেড়ানো নিয়ে আমার এত এত প্রশ্চেন পায়, সেসবের উত্তর কে দেবে? কোথায় দেবে? তাই এই সর্ষে ৮ খুললাম।
    তো, এবার বলুন দেখি, মে মাসের তৃতীয়/চতুর্থ সপ্তায় কোদাইকানাল যেতে ইচ্ছা। দিন পাঁচেকের ট্যুর (যাতায়াত বাদে)। তা বলে শুধু কি আর কোদাই যাবো, অন্য আরেকটা জায়গাও দেখে নিতে চাই সঙ্গে। মুন্নার কেমন হবে? নাকি আর কোনো সাজেশন আছে? কোথায় থাকবো? কোথায় আগে যাবো?

    এই এত্ত এত্ত প্রশ্চেন। আমিও নেট দেখি, আপনারাও আমায় উত্তর দিতে থাকুন। উত্তরের জন্য আগাম চিঁড়ে ভেজানো ধন্যবাদ।
  • dd | 122.167.17.60 | ১৬ জানুয়ারি ২০১২ ২৩:৩০514694
  • কোদাই ক্যানাল? হা ভগোবন, ও তো পুরীর মতম,একেবারে ক্লিশে। সেই কলকেতার লোকেই ভর্তি, কাছেই বৌদির দোকানে আলু পোস্তো আর ধোঁকার ডাল্‌না। ম্যা গো মা।

    কোনো আঁতলামী সখ নেই? নিতান্তো অপরিচিত যায়গা, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাই নেই। নিজেই বাদুর চামচিকে ব্যাং শিকার করে খেতে হয়। ঝর্নার জল। গাছের উপরে ঘুম। বাঘ টাঘে কামড়ে দিতেই পারে। হুলিয়ে মশা আর ভীমরুল।

    ত্তবে ন্না মজা ?
  • I | 14.99.41.10 | ১৬ জানুয়ারি ২০১২ ২৩:৩৭514705
  • ঠিক জান্তাম, আপ্নের কাছে কোনো সুপরামর্শ পাওয়া যাবে না। লোকের উপোকার করার নামে নাই, খালি মজা মারার ধান্দা। থাকেন তো ধাপধেড়ে ছেন্নাইতে , অত কথা কিসের, শুনি?
  • dd | 122.167.17.60 | ১৬ জানুয়ারি ২০১২ ২৩:৪৫514716
  • আজকাল্কার ছেলেপুলেদের কোন্নো ইসে নেই। কিরম একটা, বুঝলেন্না, মানে একেবারে কিরম জানি। ইসে হীন। ঐ টাইপের।

    সবাই জানে। তাও ও কয়ে দিলাম।
  • I | 14.99.41.10 | ১৭ জানুয়ারি ২০১২ ০০:৩৩514727
  • কেউ হেল্পায় না গো ! তোমরা কি পাষাণ হয়ে গেছ বাবুরা ! বিবিরা !!
  • achintyarup | 141.0.10.240 | ১৭ জানুয়ারি ২০১২ ০২:২৭514738
  • মানস যাও ডাগ্‌দার, মানস যাও। কখনো যাইনি, কিন্তু সেখেনে যেতে আমার হেব্বি লাগে
  • kd | 59.93.193.77 | ১৭ জানুয়ারি ২০১২ ০৩:৩৪514749
  • হ্যাঁ হ্যাঁ, শুনেছি ওই পুকুরটার চারপাশ নাকি দেখার মতন। আর একটা ঢিপি (শিবঠাকুরের বাড়ি) আছে ধারেকাছে, সময় থাকলে সেটাও পোদোক্কিন করে এসো, পুন্যি হবে।
  • pi | 72.83.83.28 | ১৭ জানুয়ারি ২০১২ ০৩:৪৪514760
  • :)

    মানস মানসভ্রমণ কল্লেই হয় :)
  • aranya | 144.160.226.53 | ১৭ জানুয়ারি ২০১২ ০৩:৫৫514771
  • পোচার-রা বনরক্ষীর ভূমিকা নেবার পর থেকে, মানস তার গৌরব অনেকটাই ফিরে পেয়েছে। শুনেছি পায়ে হেঁটে ঘোরা যায়, এবং সেটা একটা স্বর্গীয় অভিজ্ঞতা, অবিশ্যি নিজেই স্বর্গে চলে না গেলে ;-) ।
    তন্ময় (যে জংলী ডাক্তার বন্ধুর কথা আমি মাঝে মাঝে বলি) কদিন আগেই আবার মানস ঘুরে এল।
  • aka | 75.76.118.96 | ১৭ জানুয়ারি ২০১২ ০৪:০৬514684
  • মানসের ওপারেই কুবেরের রাজত্ব। একবার মানসঋআ সাঁতরে ফেলতে পারলেই হল, কুবেরের ভাণ্ডারের থেকে একটু আধটু হলেই এ জেবন চলে যাবে।
  • aranya | 144.160.226.53 | ১৭ জানুয়ারি ২০১২ ০৪:৪৩514685
  • সবাই মানস সরোবর যাবে, কেউ মানস টাইগার রিজার্ভে যাবে না ?
    অবিশ্যি সবই মানসভ্রমণ হলে ম্যাটার করে না।
  • aishik | 122.179.58.202 | ২২ জানুয়ারি ২০১২ ১১:৩৮514686
  • সিমলা-মানালী জানুয়ারীর শেষ সপ্তাহে কি কি দেখার আছে? @ppn দা একটু লেখো.... অন্যরাও একটু আলুচানা করুন।
  • Jhiki | 219.83.85.197 | ২৪ জানুয়ারি ২০১২ ১১:৩৩514687
  • যারা এখনও খাজুরাহো যান নি, একবার ঘুরে আসুন, ভালো লাগা গ্যারান্টীড। দিল্লীর জনগন শুক্কুরবার রাতে হজরত নিজামুদ্দিনে ট্রেনে চেপে শনি-রবি খাজুরাহো ঘুরে সোমবার সকালে ফিরে এসে অফিস যেতে পারবেন।
  • potke | 180.151.34.130 | ২৪ জানুয়ারি ২০১২ ১২:২২514688
  • কুর্গ আসুন,নাগারহোল আর চিকমাগালুর জুড়ে নিন।
  • siki | 123.242.248.130 | ২৪ জানুয়ারি ২০১২ ১২:৪৫514689
  • ঝিকি, ডিটেইলস দাও। খাজুরাহোর জন্য কোন স্টেশন?
  • Jhiki | 219.83.85.197 | ২৪ জানুয়ারি ২০১২ ১২:৫৬514690
  • নিজামুদ্দিন থেকে খাজুরাহো লিংক এক্সপ্রেস, রাত ৮.১৫ তে ছাড়ে, সকাল সাড়ে ছটা নাগাত খাজুরাহো পৌঁছায়, ফেরার টাও খাজুরাহো থেকে সন্ধেয় আর নিজামুদ্দিনে পরের দিন ভোরে।
  • byaang | 122.167.66.44 | ২৪ জানুয়ারি ২০১২ ১৩:২৫514691
  • কুর্গ বা কোডাগু একটি বিশাল বড় ডিস্ট্রিক্ট। শুধু কুর্গ আসুন বললে কিছুই বলা হয় না। কুর্গে অসংখ্য ছোট ছোট পকেট আছে, যেগুলো প্রতিটা ঘুরে দেখতে ২-৩দিন করে সময় লাগে। এবং পুরো কুর্গ ডিস্ট্রিক্ট বা কুর্গের সবচেয়ে সুন্দর সুন্দর সবকটা পকেট দেখতে কম করে ২০দিন লাগবে। আর গাড়ি ছাড়া ঐসব পকেটগুলোয় যাওয়া সম্ভব নয়। কারণ একেকটা একেক দিকে। সবচেয়ে বিখ্যাত পকেটগুলো লিখে দিই
    মাদিকেরি, মদিকেরি গেলে অবশ্যই যাবেন তালকাবেরী - কাবেরীর উৎসস্থল আর অ্যাবি ফলস। আর অ্যাবি ফল্‌স যাওয়ার পথে মন্ডলাপাট্টি।

    তালকাবেরীর পাশেই আছে ভাগমন্ডলা। মানে মাদিকেরি আর তালকাবেরীর মাঝখানে ভাগমন্ডলা।
    (তালকাবেরীর থেকে আরো অনেকটা এগিয়ে গেলে ঢুকে পড়বেন পাশের রাজ্য কেরালার একটা অপূর্ব সুন্দর ছোট্ট শহরে নাম কাসারগোড। এখানেই আছে সেই বেকাল ফোর্ট যেখানে বম্বে সিনেমার তুহিরে গানটার শুটিং। মনীষা কৈরালা যেই পাথারতায় চেপে কেঁদেছিলেন, সেটির উপর দাঁড়িয়ে ফটো তুলে আসুন। তবে কাসরগোড শরে আরো কয়েকটা ফোর্ট আছে সেগুলো যেতে ভুলবেন না। সেগুলোয় যেতে হলে বিকালের দিকে যাবেন।)

    মাদিকেরির থেকে ব্যাঙ্গালোরে ফেরার পথে হয়ে আসুন কুশলনগর। কুশলনগরের কাছেই আছে বাইলাকুপ্পেতে আছে বিখ্যাত নামদ্রোলিং মোনাস্ট্রি।
    আর কুশলনগরেরেই আরেকদিকে নিসর্গধাম যেতে ভুলবেন না, কাবেরী নদী দেখতে।
    আবার কুশলনগর থেকে আরেকদিকে চলে যেতে পারেন সেটা হল দুবারে। দুবারে গিয়ে কাঁটা লাগানো বুরুশ দিয়ে হাতিদের গা ঘষে ঘষে স্নান করিয়ে দিন।

    মাদিকেরির থেকে অন্য আরেকটা দিকে গেলে পৌঁছবেন সোম্যারপেটে। সেখান থেকে আরো ২৫কিমি গেলে পাবেন পুষ্পগিরি পাহাড়ে মাল্লাল্লি ফলস।

    নাগারহোলেও কুর্গ ডিস্ট্রিক্টেরই আরেকটা দিক। নাগরহোলেতে আছে অভয়ারণ্য। নাগরহোলে যেতে হলে শুধু নাগরহোলের জন্যেই হাত ২-৩দিন সময় রাখা ভালো। আর নাগরহোলে থেকে আরো এগিয়ে গেলে ব্রহ্মগিরি রেঞ্জ সেখানে দেখে আসুন ইরুপ্পু ফলস।

    কুর্গেই কোথায় যেন একটা দেখেছিলাম ওংকারেশ্বরা মন্দির। কোন জায়্‌গায় দেখেছিলাম মনে নেই। গুগল করে খুঁজে নিন। উপরে যেকটা জায়্‌গার নাম লিখেছি সে হল গিয়ে ঝাঁকি দর্শন। এবং ঐ কটা জায়্‌গা দেখতে এখনো অব্দি ব্যাঙ্গালোরে থেকে ৬টা উইকেন্ড ট্রিপে গেছি। এক কুর্গি মেয়ে আমার সহকর্মী ছিল, সে এই এতসব জায়গায় গেছি বলা সত্বেও মুখ বেঁকিয়ে হেসে বলে এখনো নাকি কুর্গের অনেকটাই আমার দেখা বাকি!!
    উপরের সব জায়গাগুলোর বানানভুল আর দূরত্বের গরমিল পেলে আমায় দোষ দেবেন না।
    তবে আবারও বল্লুম গাড়ি ছাড়া কুর্গ দেখা অসম্ভব এবং একটা সিঙ্গল ট্রিপে কুর্গ দেখা সম্ভব নয়। একটা সিঙ্গলে ট্রিপে কুর্গের একটা বা বড়জোর দুটো শহর বা পকেট দেখা সম্ভব। তারপর আর কোথাও যেতে বললে যিনি আপনার গাড়ি চালাচ্ছেন, তিনি আপনাকে স্টিয়ারিং ছেড়ে দিয়ে আপনাকেই চালাতে বলবেন। রিস্কে যাবেন না। দমে পোষাবে না। বরং বাড়ি ফিরে কয়েক মাস ভালোমন্দ খেয়ে গায়ে গত্তি লাগিয়ে আবার ফিরে আসব এই প্রতিজ্ঞা করে ঘরের ছেলে ঘরে ফিরে যান। আর আবার ফিরে আসুন কুর্গের নতুন কোনো জায়গা এক্সপ্লোর করতে।
  • dd | 110.234.159.216 | ২৪ জানুয়ারি ২০১২ ১৪:০১514692
  • যদি মাদিকেরী ,আবে ফলস, কুশল নগর করো তো খ্যাল রেখো বর্ষাকাল ছাড়া আবে ফলস গিয়ে লাভ টা কি?

    মাদিকেরী মানে হোলো মেঘের দেশ। সত্যি ই তাই। মেঘ আর ঝির ঝিরে বৃষ্টি। কুয়াসা। উলাট পালাট হাওয়া আর ঝাঁকড়া গাছেরা। কিছু করতে হবে না, অসাড়েই ছ্যার ছ্যার করে কবিতা বেড়িয়ে আসে। ইন্দোদাকে হোথায় ছেড়ে দিলে তো কেঁদে ভাসিয়ে দেবে।

    কুর্গী পর্ক কারী দেব ভোগ্য।

    আর কুশল নগর এক অদ্ভুত যায়গা, গেলে হাঁ হয়ে যাবে। হাজার কুড়ি টিবেটিয়ান থাকে। আর তাদের মন্দিরে একসাথে যখন শ পাঁচেক ছেলে মংকের পোষাক পরে হাতে লেখা পুঁথি পড়ে পড়ে একসাথে মন্ত্র পরে, তখন বিশাল সিংগায় ফুঁ দেয় কয়েকজন, ঢিম ঢিম করে বড়ো ঢাকে আওয়াজ করে একজন, আর এক তালে ঘন্টা বাজায় অন্যেরা।

    মনেই হয় না এটা কোনো সিনেমা নয়। এখুনি যেনো জ্যাকি চ্যান নাচতে নাচতে বেড়িয়ে আসবে।

    ওহ, আরেকটা ইন্টেরেস্টিং ঘটনা - ওখানে সুবিশাল বুদ্ধের কাছে অর্ঘ্য দেন লোকালেরা। সেখানে সবি চলে, বিয়ার, লে'স প্যাকেট, চানাচুড়। কোনো বাছ বিচার নেই।
  • kumu | 122.176.32.39 | ২৪ জানুয়ারি ২০১২ ১৪:০৮514693
  • কুশল নগরের বন্ননা বেশ লাগল।
    যদি কেউ তাল ভুল করে?
  • dd | 110.234.159.216 | ২৪ জানুয়ারি ২০১২ ১৪:১১514695
  • তালে নিশ্চয়ই গোল থাকে। কেনো না প্রচুর ট্যুরিস্ট যায়, দনাদন ছবি তোলে। ছেলেগুলো আড় চোখে দেখে যায়।

    কিন্তু ভিস্যুয়ালি ফাটাফাটি।
  • demba ba | 121.241.218.132 | ২৪ জানুয়ারি ২০১২ ১৪:২১514696
  • এপ্রিলে সান্দাকফু-ফালুটের প্ল্যান করছি।
  • byaang | 122.167.66.44 | ২৪ জানুয়ারি ২০১২ ১৪:২৫514697
  • ইয়ে কুশলনগর নিয়ে ডিডিদা যখন খুল্লামখুল্লা লিখেই দিলেন তখন আমিও লিখব। লিখবই লিখব। ছেলে-জোয়ান-বুড়ো সব মংকরা যাখন একসাথে পুঁথি পড়ে তখন দুই-তিনটে কচি খোকা ওদের সবার সামনে সুপ বোলের মতন পাত্রে গরম গরম কী যেন ঢালে, আর ওরা সুড়ুৎ সুড়ুৎ চুমুক দিতে দিতে পড়ে আর গায়। আমি একটি খোকাকে হেব্বি বাবাবাছা করে গায়েমাথায় হাত বুলিয়ে একটুখানি চেখে দেখেছিলাম - গরম গরম চকোলেট। ওনারা গরম চকোলেট চুমুক দিতে দিতে পুঁথি পড়েন। আমার আর এ জীবনে মংক হওয়া হোলো নি বলে দু:খে তখন বুক ফেটে যাচ্ছিল। আর ওনারা যখন পুঁথি পড়েন না, তখন হার্লে ডেভিডসন চালিয়ে ঘোরেন। বাইকের নিত্যনতুন মডেল দেখতে হলে কুশলনগরে যান। আর ওনারা কী কী ধরণের সিনেমা দ্যাখেন জানার জন্য লুরুর আইনক্স আর পিভিআরে যান।
  • byaang | 122.167.66.44 | ২৪ জানুয়ারি ২০১২ ১৪:৩৮514699
  • আমাকে কেন? দলাইলামাকে জিজ্ঞেস করুন।
  • kumu | 122.176.32.39 | ২৪ জানুয়ারি ২০১২ ১৪:৩৮514698
  • ঐ চকোলেট আসে কোত্থেকে? মানে আমি বলচিলুম এঁনাদের খাওয়া-পরা-বাইকচালানোর রেস্ত কে জোগায়?
  • dd | 110.234.159.216 | ২৪ জানুয়ারি ২০১২ ১৪:৪৮514700
  • ভারত গর্মেন্ট এনাদের ট্যাকা দ্যান। পলিটিক্যাল কমপালশন।
    নিশ্চয়ই সি আই এ ও দ্যায়।
  • jhumjhumi | 14.96.194.38 | ২৪ জানুয়ারি ২০১২ ১৫:৫৮514701
  • অমি একটু ঘর হতে দুই পা দূরের কথা বলি। ঘুরে আসুন গড় পঞ্চকোট। পাহাড়, জঙ্গল,নদী সব মিলিয়ে অসাধারণ। FEB-MARএ গেলে উপরি পাওনা রাঙা পলাশের আগুন লাগা বন। বন বাংলোয় চমৎকার থাকা এবং খাওয়ার ব্যবস্থা। বুকিং কলকেতা থেকেই করতে হয়। চিন্তা করবেন না, ওদিকে ম্যাওদের ভয় নেই।
    তবে গরম কালে খবরদার আসবেন না,ঝলসে যাবেন,তাছাড়া আমাদের অত জল নেই।
  • jhumjhumi | 14.96.212.231 | ২৫ জানুয়ারি ২০১২ ১৮:২৬514702
  • সে দিন র বে র দেখে আমার পাঞ্চেতের কথা মনে পড়ছিলো।
  • Sayan | 115.242.131.58 | ০৩ মার্চ ২০১২ ০০:২৭514703
  • মে মাসে কয়েক দিনের ছুটি পেয়েছি। সিকিম যাব ঠিক করেছি।
    নেট ঘেটে এই রুটিন টা বানাতে পেরেছি কিন্তু সাহসে কুলাচ্ছে না।
    ১-২ দিন-শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি-গ্যাংটক।
    ... ৩-লাচেন-ইয়াংথাং
    ৪ -গ্যাংটক ও তার আশপাশ
    ৫-ছাংগু*
    ৬-৭- পেলিং
    ৮-নিউ জলপাইগুড়ি

    নিজেই বিলক্ষন বুঝতে পারছি বিস্তর ভুল আছে এতে।অতৃতীয় দিনে লাচেন-ইয়াংথাং গিয়ে ফেরত আসা যাবে না।অএক রাত থাকতেই হবে।অতাহলে চতুর্থ দিন গ্যাংটক ফিরে বাকি সময় টা কী করব?

    একদিন ছাংগু গিয়েই সেদিনই কী গ্যাংটক ফেরা যাবে?না ফেরা গেলে পরের দিন টা ছাংগু থেকে ফিরে গ্যাংটক থাকতে হব।

    গুরুভাইদের কাছে সাহায্য চাই!!!!
  • byaang | 122.167.125.37 | ০৩ মার্চ ২০১২ ০০:৩০514704
  • ছাংগু গিয়ে সেদিনই ফেরা যাবে।
  • Bratin | 14.99.150.52 | ০৩ মার্চ ২০১২ ০১:১৭514706
  • ঠিক সেই দিনেই ফিরতে পারবে, আর ওখানে গ্গিয়ে ইয়াকের পিঠে চেপো কিন্তু। একই দিনে আর কয়েক টা পয়েন্ট কভার করতে পারবে।

    সিকিম আমার চষা। কত দিনের ট্যুর বললে গুছিয়ে প্ল্যান করে দেবো।

    আমার সাজেসান হল পারলে এক দিন রাবাংলায় থেকো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন